রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি সম্মেলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২ জন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে দৈনিক প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত ১৩ই নভেম্বর সন্ধ্যায় প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধির কার্যালয়ে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গোয়ালন্দ বন্ধুসভার সহ-সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক পলাশের বেহালার সুরে জাতীয় সঙ্গীতের সাথে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম রাশেদুল হক রায়হান। বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আদ্রিতা রায়হান সিমির সঞ্চালনায় অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত হীরা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন মাহমুদ রেজা, সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, রাজবাড়ী পিটিআই’র ইনস্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, বন্ধুসভার উপদেষ্টা সিদ্দিক মিয়া, সভাপতি রমেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক শামসুল হক, সাবেক সভাপতি সভাপতি মুহাম্মদ বাবর আলীসহ বন্ধুসভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা হিসেবে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রির পরিচালক সেলিম মুন্সীকে এবং গুণীজন হিসেবে উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সালেহ আহম্মেদকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com