রাজবাড়ী সদরের রামকান্তপুরে নির্মিত হচ্ছে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার

শিহাবুর রহমান || ২০২১-১১-১৫ ১৩:১২:৩৯

image

ইন্টারনেটের যুগে মানুষ যখন বিভিন্ন ইলেক্টনিক ডিভাইসের ওপর অভ্যস্ত ও গুগলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।    
  তখন বই পড়ার মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম ও সমাজকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মোল্লাবাড়ীতে নিজের বাবা-মায়ের নামে পাঠাগার নির্মাণ করছেন শিক্ষানুরাগী নজরুল ইসলাম মোল্লা। ইতোমধ্যেই পাঠাগারটির নির্মাণ কাজ প্রায় ৫০শতাংশ সম্পন্ন হয়েছে। চলছে ছাঁদ ঢালাইয়ের কাজ। আর এটির নাম দেওয়া হয়েছে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার।
  পাঠাগারটির নির্মাণের উদ্দেশ্যে সম্পর্কে নজরুল ইসলাম মোল্লা বলেন, বই পড়ে জ্ঞান-বিজ্ঞানের নানা শাখা-প্রশাখায় বিচরণ করুক আমাদের ভবিষ্যত প্রজন্ম। এগিয়ে যাক সমাজ। মুলত এ চিন্তাতেই পাঠাগারটি নির্মাণ করা হচ্ছে। সংগীত, চিত্রাংকন, আবৃত্তি, দৈনিক পত্রিকাসহ শিল্প-সাহিত্যে নানা বিষয় যুক্ত থাকবে পাঠাগারটিতে। এর আগে ২০১৮সালে তার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত করা হয় রাবেয়া-কাদের ফাউন্ডেশন। একটি সুশিক্ষিত জাতি গড়ার উদ্দেশ্যেই গড়ে তোলা হয় ফাউন্ডেশনটি।
  প্রসঙ্গত, প্রতিবছর এলাকার গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়াসহ গরীবদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও শীতবস্ত বিতরণ করে আসছে রাবেয়া-কাদের ফাউন্ডেশন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com