নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ঃ তারার মেলায় বিশৃঙ্খলায় হতাশ দর্শকরা

নিউইয়র্ক থেকে তোফাজ্জল লিটন || ২০২১-১১-১৭ ১২:৩১:২০

image

নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বিশৃঙ্খলা। অনুষ্ঠানের গ্রন্থনায় ছিল ভুল তথ্য। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও উপস্থাপকদের অতিকথন। শব্দে গোলযোগ। শিল্পীদের ঠোঁট মেলানো গান গাওয়া। পরিকল্পনাহীন মঞ্চ ব্যবস্থাপনা। চরম অগোছালা প্রেজেন্টেশন। অনুষ্ঠানে তারকার সমাবেশ হলেও তাদের কোনো পরিবেশনা না থাকায় সর্বোপরি হতাশ ও প্রতারিত হয়েছেন নিউইয়র্কের দর্শকরা।  

  ব্যয়বহুল এই অনুষ্ঠানের অর্থের সংস্থান করতে যারা বড় অঙ্কের অর্থ দিয়েছেন তাদের দিয়ে পুরস্কার প্রদান করা হয়েছে। নিউয়র্কের সুধীজনদেরকে অবজ্ঞা করা হয়েছে বলে সাধারণ মানুষ মনে করছে। 

  নিউইয়র্ক শহরের জামাইকা নগরীর দআমাজোরা হলে গত ১৪ই নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ১২শত দর্শকের উপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে সঙ্গীতে অবদানের জন্য ৫০ জনের নাম ঘোষণা করা হয় এবং বেশ কয়েকজনকে পদক প্রদান করা হয়। ১৬ তম ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্পের প্রধান ছিলেন জহির উদ্দিন মাহমুদ মামুন। কারণে অকারণে তার বারবার মঞ্চে আগমন দর্শকরা বিরক্ত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। আনুমানিক দেড় লক্ষ ডলার ব্যয়ে এই অনুষ্ঠান সফল করতে বাংলাদেশ থেকে ৩৮ জনের একটি কারিগরি টিম এসেছিলো।

  কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা, এস আই টুটুল, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, কোনাল, এলিটা করিম। চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, মৌসুমী, কুসুম সিকদার চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের মতো তারকারা উপস্থিত থাকলেও তাদের কোনো পরিবেশনা না থাকায় দর্শকরা হতাশ হয়েছেন। 

  এ বিষয়ে শাকিব খান বলেন, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের কথা শুনে এবং ফরিদুর রেজা সাগর ভাইয়ের কথায় সম্মান রাখতে আমি এই অনুষ্ঠানে এসেছি। ইচ্ছা ছিল নিউইয়র্কের দর্শকের সামনে পারফরম্যান্স করব কিন্তু ভিসা ক্যাটাগরির জটিলতার কারণে কোনো পরিবেশনা অংশগ্রহণ করতে পারলাম না। 

  কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ পুরো অনুষ্ঠান নিয়ে এতই বিরক্ত হয়েছেন যে অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠে তিনি বলেছেন সাউন্ড এর অবস্থা এতই খারাপ আমার পাশে দাঁড়িয়ে কথা বলছে অথচ আমি কিছু বুঝতে পারছিনা। 

  সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গনের প্রধান ডক্টর নজরুল ইসলাম বলেন, তারকা সমৃদ্ধ অনুষ্ঠান হলেও এর পরিকল্পনা ও আয়োজন ছিল অত্যন্ত দূর্বল। তবে একটি পর্বে অভিনয় শিল্পী নওশীন ও জয় মঞ্চে ডাকেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। দর্শক অধীর আগ্রহে দেখতে চাইল কে সেই উপাচার্য। কারণ জানামতে কোন বাংলাদেশী বংশোদ্ভূত এখনো যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ের কি

 প্রধান হতে পারেননি। প্রসঙ্গত: জানিয়ে রাখা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রধানের উপাধি হচ্ছে “প্রেসিডেন্ট”। আচার্য বা উপাচার্য নয়। 

  নজরুল ইসলাম আরও বলেন, অত্যন্ত হতাশার সঙ্গে দর্শক লক্ষ্য করলো, স্থানীয় একটি কোচিং সেন্টারের মালিককে মঞ্চে উপস্থাপন করা হলো একটি অজানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে। যার কোন উচ্চতর শিক্ষা নেই। জীবনেও কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেননি। তিনি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং তার সে অবদান অবশ্যই প্রশংসাযোগ্য। অনুমেয় যে, তিনি মোটা অংকের স্পনসর করেছেন এবং সে কারণেই তাকে মঞ্চে উপস্থাপন করা হয়েছে। কিন্তু চ্যানেল আই’র মত একটি রাষ্ট্রস্বীকৃত টিভি মাধ্যমে এ ধরণের মারাত্মক ভুল কিংবা প্রতারণা  কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। শুধু এই পৃষ্ঠপোষক নয় অন্যান্য পৃষ্ঠপোষকরা অতিরিক্ত সময় নিয়ে পুরো অনুষ্ঠানটি ঝুলিয়ে রাত বারোটা পর্যন্ত নিয়ে গিয়েছেন। 

  সাংবাদিক ও লেখক শামীম আল আমিন বলেন, স্বাধীনতার ৫০ বছর স্মরণের এই অনুষ্ঠানে কনসার্ট ফর বাংলাদেশ এর কথা বলা হলেও, বলা হয়নি পন্ডিত রবি শংকরের কথা।  সঠিকভাবে পরিচয় তুলে ধরা হয়নি জর্জ হ্যারিসনের। 

  ব্রুকলিন থেকে আগত সিন্থিয়া চৌধুরী বলেন, আমাজুরা’র মতো একটি নিম্নমানের নাইট ক্লাবের ড্যান্স ফ্লোরে চেয়ার বসিয়ে কেনো করতে হবে তা কোনো ভাবেই মাথায় ঢোকেনি। 

  তিনি আরো বলেন, পুরস্কারপ্রাপ্ত নীনা হামিদ ও সামিনা চোধুরীকে মঞ্চে ডেকে এনে উপস্থাপক আফজাল শুধু  শিল্পী নীনা হামিদ সম্পর্কে বললেন ভুলে গেলেন সামিনা চৌধুরীর কথা। প্রয়াত গীতিকার মাসুদ করিম এর পুরস্কারটি দেয়া হবে তার বউ দিলারা করিম এর হাতে এবং উত্তরীয় পড়িয়ে দেয়া হবে তাকে, কিন্তু দেখা গেলো দিলারা করিম মঞ্চে আসার আগেই পুরস্কার তুলে দেয়া এবং উত্তরীয় পড়িয়ে দেয়া হলো একজন স্পনসর এর বউকে।  

  কানেকটিকাট থেকে আগত মোজাম্মেল হক বলেন, কণ্ঠশিল্পীদের লিপসিং এমন জঘন্য পর্যায়ে গিয়েছিল যে, কেউ কেউ মাইক্রোফোনের সুইচ অফ রেখে গান গেয়েছেন। দর্শকের সঙ্গে কথা বলার সময় তাদেরকে সুইচ অন করতে দেখা যায়। অভিনেতা জয় এর “৩০০ সেকেন্ড” অনুষ্ঠান’টির নামে চরম অগোছালো অতিকথন অনুষ্ঠান’টির বারোটা বাজিয়ে ছেড়েছে। শিল্পী কুসুম শিকদারের গানের সময় ট্র্যাক বন্ধ হয়ে যাওয়া এবং শিল্পী সায়রা রেজার কথা বলবার সময় হঠাৎ করেই কয়েকবারের বিকট শব্দ ও পরবর্তিতে তিনি যখন গান করলেন তখনও সাউন্ড জটিলতা মন্চে শিল্পী’কে বেশ অস্বস্তিতেই ফেলেছিল। এক্ষেত্রে যিনি শব্দ নিয়ন্ত্রন করছিলেন এবং যিনি গানের ট্র্যাক প্লে করছিলেন তাদের সমন্বয়হীনতাই একটা কারন ছিলো মনে হয়েছে। এছাড়াও যেই ট্র্যাকে শিল্পী সায়রা রেজা লিপসিংক করেছেন তার মাস্টারিং এ সমস্যা থাকতে পারে মনে হয়েছে।

  এ অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন বলেন, নিউইয়র্কের দর্শকরা এত পরিমাণে সহযোগিতা করেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞতা দের প্রতি। আমাদের যে ভুল ত্রুটি হয়েছে আমরা আগামী অনুষ্ঠানগুলোতে তা সংশোধন করার চেষ্টা করব। আমি আরো কিছুদিন আগে আসলে হয়তো বা ত্রুটিগুলোর পরিমাণ আরো কম হতো। সময় থাকলে আরও যোগ্য মানুষ দ্বারা পদক প্রদান করা যেত।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com