করোনার জনসচেতনতামূলক কার্যক্রমে যশোর সেনানিবাস

স্টাফ রিপোর্টার || ২০২০-০৬-২৬ ১৫:৩৩:১৮

image

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 
  সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাট-বাজার ও রাস্তাঘাটে জনসমাগম বন্ধ করতে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি তারা যশোর অঞ্চলের জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে তদারকি, পথচারী ও যানবাহনের যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধান নিশ্চিত করা, মাইকিংয়ের মাধ্যমে অযথা ঘুরাঘুরি না করে বাড়ীতে থাকার পরাপর্শ ও ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচাকেনা করার নির্দেশনা প্রদান, দুস্থ-অসহায়এ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, মুজিববর্ষ উপলক্ষে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়ীবাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া, পানিবন্দী মানুষের মধ্যে সুপেয় পানি ও ত্রাণ বিতরণ, ঘরবাড়ী মেরামত করে দেয়ার পাশাপাশি সিমেন্ট শীট বিতরণ ও জরুরী চিকিৎসা সহায়তা প্রদানসহ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।        

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com