শীতের আগমনে গোয়ালন্দে লেপ তোষকের কারিগরদের ব্যস্ততা

মইনুল হক মৃধা || ২০২১-১১-১৭ ১৩:৪৫:৫৬

image

শীতের আগমনী বার্তায় রাজবাড়ী জেলার গোয়ালন্দে লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা বেড়েছে। 

  শীত মোকাবেলায় উপজেলার চরাঞ্চল ও গ্রামীণ জনপদের বাসিন্দারা আগেভাগেই লেপ-তোষক জোগাড় করা শুরু করেছেন। অনেকে পুরনো লেপ-তোষক ভেঙ্গে নতুন করে বানিয়ে নিচ্ছেন, আবার অনেকে নতুন লেপ-তোষক ও বালিশের অর্ডার দিচ্ছেন। 

  গোয়ালন্দ বাজারের একটি লেপ-তোষকের কারিগর রাসেল ব্যাপারী বলেন, তিনি বছরের অন্যান্য সময় অন্য কাজ করে। শীত এলে লেপ-তোষক তৈরীর কাজ করেন। অনেক দৈনিক মজুরীর ভিত্তিতে, আবার অনেকে চুক্তিতে কাজ করেন। 

  একই  বাজারের লেপ-তোষকের দোকানী মিন্টু মল্লিক বলেন, শীত জেঁকে না বসলেও অনেকে আগেভাগেই লেপ-তোষক বানানো শুরু করে দিয়েছেন। এ বছর ক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে বেশী। 

  খানখানাপুর বাজারের লেপ-তোষকের দোকানী আলমাস শেখ বলেন, শীতের সময়ে তাদের বেচাকেনা বেশী হয়। ক্রেতাদের অর্ডার অনুযায়ী কাজের পাশাপাশি তিনি রেডিমেড তৈরী জিনিসও বিক্রি করছেন।

  কাকলী আক্তার নামে এক গৃহবধূ বলেন, শীতে মোটা কাঁথা-কম্বল যাই বলেন না কেন-লেপ ছাড়া শীতের মজা জমে না।

  এছাড়া গ্রামে গ্রামে লেপ-তোষকের ফেরীওয়ালারও নেমে পড়েছেন। এসব মৌসুমী ফেরীওয়ালারা শীত এলে ভ্যানে করে লেপ-তোষক বিক্রিতে নেমে পড়ে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com