রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে কিশোর-কিশোরীদের প্রজনন ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা সচেতনতামূলক কর্মশালা গতকাল ১৭ই নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি’র মা ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান ডাঃ আনিকা তাসনীম চৌধুরী।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কুদ্দুস, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নিয়ামত উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হাসান খান।
জেলা প্রশাসক দিলসাদ বেগম তার বক্তব্যে বলেন, বয়ঃসন্ধি এমন একটি পর্যায় যখন একটি শিশু একজন প্রাপ্ত বয়স্ক মানুষ হয়ে ওঠে। এ সময়েই মানুষের মধ্যে প্রজনন ক্ষমতা তৈরী হয়। ছেলে-মেয়েদের মধ্যে বড় ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। সে জন্য এ সময়ে তাদের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাহলে তারা উপকৃত হবে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, প্রজনন স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন থাকি তাহলে রোগ-ব্যাধি কমিয়ে আনতে পারবো। বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের সমস্যাগুলো দেখতে হবে। তাদেরকে সচেতন ও সহায়তা করতে হবে।
আইসিডিডিআরবি’র মা ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান ডাঃ আনিকা তাসনীম চৌধুরী বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় রাজবাড়ী সদর উপজেলার ৪২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২জন করে (১জন পুরুষ ও ১জন নারী) মোট ৮৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com