রাজবাড়ী জেলা সিপিবির সাধারণ সভা গতকাল ১৮ই নভেম্বর সকালে জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, অন্যান্যের মধ্যে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা সিপিবির সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল, শহর সিপিবির সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদসহ জোট-মহাজোটের বাইরে বাম বিকল্প গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com