রাজবাড়ী সদরের মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী টুকু মিজির নির্বাচনী মতবিনিময় সভা

শেখ রনজু আহাম্মেদ || ২০২১-১১-১৮ ১৩:৩৩:০৪

image

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

  গত ১৭ই নভেম্বর সন্ধ্যায় মিজানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ধুঞ্চি গ্রামে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। 

  অন্যান্যের মধ্যে চেয়ারম্যান প্রার্থী টুকু মিজি, আওয়ামী লীগ নেতা আঃ সালাম বিশ্বাস, আজম মন্ডল, গোলাম মোস্তফা, ফিরোজ বিশ্বাস, সাফায়েত হোসেন সাচ্চু, মমিন খান ও শ্রীকান্ত বিশ্বাস রাহুল প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন লালন শেখ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com