দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং অব্যাহত॥কমছে না ভোগান্তি

মইনুল হক মৃধা || ২০২১-১১-২০ ১৩:২৬:৫৫

image

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট নিরসনে বিভিন্ন স্থানে ড্রেজিং(খনন) এর কাজ চলছে। এছাড়াও ফেরী ও ঘাট সংকটসহ নানা কারণে ফেরী পারাপারে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশী সময় লাগছে। ফলে ভোগান্তি কমছে না। 

  ফেরী পারাপারে অতিরিক্ত সময় লাগার জন্য দৌলতদিয়া ঘাটে যানজট লেগেই থাকছে। গতকাল ২০শে নভেম্বর দুপুরেও ঘাটের জিরো পয়েন্ট থেকে জাতীয়মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত প্রায় ৩কিলোমিটার জুড়ে আটকে পড়া যানবাহনের দীর্ঘসারি দেখা গেছে। 

  বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, নদীতে প্রয়োজনের তুলনায় পানির গভীরতা কম থাকায় নাব্যতার সংকটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ড্রেজার দিয়ে খনন কাজ চালাচ্ছেন বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের কর্মীরা। 

  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪ ফেরী দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com