রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গত ২০শে নভেম্বর অনার্স প্রথমবর্ষের (শিক্ষাবর্ষ ২০২০-২১) নবীনবরণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহাব মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান কে.এম বিল্লাহ খান, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান মনজুষা মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু বকর, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম ফরিদ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের এডহক কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমীন।
উপস্থাপনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিব শংকর চক্রবর্তী ও হিসাব বিজ্ঞান বিভাগের ডলি পারভীন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু, যুগ্ম সাধারণ সম্পাদক শিব শংকর চক্রবর্তী, কোষাধ্যক্ষ মোঃ তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক কে.এম বিল্লাহ খানসহ কলেজের অন্যান্য শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com