বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা, রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে নভেম্বর বিকালে জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারীর সভাপতিত্বে দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, আফছার আলী সরদার, এ মজিদ বিশ্বাস, রাকিবুল ইসলাম ফারুক, চৌধুরী আহসানুল করিম হিটু, কে এ সবুর শাহীন, মোবাইদুল ইসলাম মিরাজ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, যুগ্ম-আহ্বায়ক এস.এম কাওছার মাহমুদ, মনিরুজ্জামান মনি, এডঃ নিকবার হোসেন মনি, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল আল মামুন সম্রাট, রইচ উদ্দিন ডিউক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, সোহেল মন্ডল, মহিউদ্দিন আহম্মেদ গিটার, ছাত্রদল নেতা রাজিব মন্ডল, জাতীয়তাবাদী মহিলা দলের কুমকুম নজরুল, রাজিয়া বেগম, রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মরিয়ম কাজী, ফারজানা আলম ডেইজি, মমতাজ বেগমসহ বিএনপির ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা, রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। জেলা ওলামা দলের সভাপতি ও দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন দোয়া করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com