রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা মেনে চলা সম্পর্কিত মতবিনিময় সভা গতকাল ২২শে নভেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ সাইদুর রহমান খানসহ কয়েকজন প্রার্থী বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, সকলেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চান। প্রচারনায় আচরণ বিধি মেনে চলতে হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভালো একটা নির্বাচন উপহার দিতে পারবো।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ভোট কেন্দ্রে কোন সহিংসতার ঘটনা ঘটতে দেওয়া হবে না। ভোটের দিন ভোটাররা আনন্দের সাথে ভোট দিবেন। আমরা সহযোগিতা করবো। নির্বাচনে যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে তাহলে তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
প্রার্থীরা বলেন, বালিয়াকান্দিতে নির্বাচনী পরিবেশ খুবই সুন্দর রয়েছে। আশা করা যায় সুন্দর পরিবেশের মধ্যেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তারা প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
সভায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য প্রার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com