কালুখালীর মৃগী ইউপিতে নৌকাকে সমর্থন জানালো দুই স্বতন্ত্র প্রার্থী

রাকিবুল ইসলাম || ২০২১-১১-২৪ ১৩:২৩:৩৩

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম.এ মতিনকে সমর্থন জানিয়েছেন দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী স্বামী-স্ত্রী।
  গতকাল ২৪শে নভেম্বর বেলা ১১টার দিকে মৃগী বাজারস্থ এম.এ মতিনের কার্যালয়ে গিয়ে অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বাদশা এবং আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হামিদা বেগম নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে এম.এ মতিনকে সমর্থনের কথা ঘোষণা করেন।
  এ সময় মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, মহাসিন বিশ^াস ও মাকসিম বিশ^াসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  অপরদিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদর উদ্দিন সরদারের বাড়ীর সামনে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুবৃর্ত্তরা ২টি কটটেলের বিষ্ফোরন ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আগামী ২৮শে নভেম্বর মৃগী ইউনিয়ন পরিষদের নির্বাচন। মোঃ বদর উদ্দিন সরদার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।
  গতকাল বুধবার বদর উদ্দিন সরদার জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে  নির্বাচনে অংশগ্রহণ করায় তার প্রচারণা ভালো থাকায় প্রতিপক্ষের লোকেরা শিকজান স্কুল সংলগ্ন তার বাড়ীর সামনে রাতে ২টি ককটেল বিষ্ফোরন ঘটায়।
  মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মোঃ কালাম খান জানান, ককটেল বিষ্ফোরনের ঘটনা তাকে কেউ জানায় নি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com