পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ে পাংশার ইটভাটা মালিকদের সাথে সভা

স্টাফ রিপোর্টার || ২০২১-১১-২৪ ১৩:২৭:৫৩

image

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ২৪শে নভেম্বর কার্যালয়ের সভা কক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ইটভাটা মালিকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে সভায় অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ, পাংশার মেসার্স এমএন্ডবি ব্রিকসের সত্ত্বাধিকারী ওয়াজেদ আলী, মেসার্স আইয়ুব আলী ব্রিকসের সত্ত্বাধিকারী রুহুল আমিন ও মেসার্স আয়েশা তারেক এন্ড বদর উদ্দিন ব্রিকসের সত্ত্বাধিকারী বাচ্চু মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
  সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯ মোতাবেক ইটভাটা পরিচালনার জন্য পাংশা উপজেলার ইটভাটা মালিকদের অনুরোধ জানানোসহ জ্বালানী হিসেবে কাঠ ব্যবহার না করা ও প্রয়োজনীয় কাগজপত্র আপডেট রাখাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com