বালিয়াকান্দিতে সরকারীভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

তনু সিকদার সবুজ || ২০২১-১১-২৫ ১৫:৪৯:০৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক কার্ডধারী কৃষকদের নিকট হতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ২৫শে নভেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম খাদ্য গুদামে কার্ডধারী কৃষকদের নিকট হতে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান। 

  এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, নলীয়াগ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগৎজ্যোতি বিশ্বাস, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, খাদ্যগুদামের ঠিকাদার গোবিন্দ চন্দ্র বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, চলতি মৌসুমে বালিয়াকান্দি উপজেলার কার্ডধারী কৃষকদের কাছ থেকে ৭২০ মেট্রিক টন ধান ও ৭৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com