পাংশায় সরকারী খাদ্য গুদাম পরিদর্শনে নির্বাহী অফিসার

মোক্তার হোসেন || ২০২১-১১-২৫ ১৫:৫২:৫১

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী গতকাল ২৫শে নভেম্বর দুপুরে পাংশা সরকারী খাদ্য গুদাম পরিদর্শন করেন। 

  পরিদর্শনকালে চলমান ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

  জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী পাংশা সরকারী খাদ্য গুদাম পরিদর্শন করেন।

  পরিদর্শনকালে ইউএনও মোহাম্মাদ আলী বলেন, কৃষকের আমন ফসল উৎপাদন ভালো হয়েছে। বর্তমান সরকার আমন ধান ও চালের যৌক্তিক দাম নির্ধারণ করেছেন। স্বচ্ছতার সাথে ধান-চাল সংগ্রহ অভিযান সফল করার গুরুত্বারোপ করেন তিনি।

  পাংশার ওসিএলএসডি মোহাম্মদ ইব্রাহীম আদম সরকারী ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমসহ সরকারী খাদ্য গুদামের তথ্যাদি বিস্তারিত ইউএনও মোহাম্মাদ আলীকে অবহিত করেন। খাদ্য দপ্তরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন ইউএনও মোহাম্মাদ আলী।

  এ সময় মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিল, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আকবর আলী, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, পাংশার পিআইও দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হেকমত আলী, রাজবাড়ীর কারিগরি খাদ্য পরিদর্শক মোঃ আব্দুর রশিদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা উপজেলা রাইস মিলস মালিক সমিতির সভাপতি দিলীপ কুমার দাসসহ খাদ্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাইস মিলস মালিকসহ বিভিন্ন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com