প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে বালিয়াকান্দির নিম হাকিম

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২১-১১-২৬ ১৩:২৭:২৯

image

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় জেল হাজতে রয়েছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর বহরপুর গ্রামের আলোচিত আব্দুল হাকিম মন্ডল ওরফে ড. নিম হাকিম। 
  গত ৮ই নভেম্বর সাইফুর রহমানের দায়ের করা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত (কোর্ট-২) নিম হাকিমের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। এর আগে গত ৪ঠা নভেম্বর রাজধানীর কাফরুল থানা পুলিশ ডিওএইচএস’র বাসা থেকে তাকে গ্রেফতার করে। 
  জানা গেছে, নিম হাকিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া ৩টি প্রতারণার মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। ওই পরোয়ানা নিয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। মৌলভীবাজার জেলায় দায়ের করা সি.আর-৩১৭/২০ নং মামলায় কাফরুল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় প্রতারণার মামলা (যার নম্বর-১১২/২১) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতারণার মামলা (সি.আর-৬৪৪/২১) রয়েছে। 
  একাধিক ভুক্তভোগী জানান, ব্যবসায়ীদের পণ্য দেয়ার কথা বলে, আবার কাউকে পণ্য বিক্রয়ের ডিলারশীপ দিবে বলে মোটা অংকের টাকা নিয়ে চেক দেয়াই ছিল তার প্রতারণার অংশ। এসব চেক দিয়ে আবার নিজেই থানায় গিয়ে হাজির হয়ে ‘চেক হারিয়ে গেছে’ উল্লেখ করে জিডি করতেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আব্দুল হাকিম মন্ডল ওরফে নিম হাকিমের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা ও সাধারণ ডায়েরীর অভিযোগের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত বছরের ৭ই ডিসেম্বর ‘ড. নিম’ নামে একটি ট্রেড মার্ক জালিয়াতির অভিযোগে ডিএমপির কাফরুল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারায় মামলা দায়ের করেন অ্যালাইঞ্জ এফএমসিজি ট্রেডিং এফজেডই’র কান্ট্রি ম্যানেজার আলমগীর হোসেন (মামলা নং-১২, তারিখ-০৭/১২/২০১৯ ইং)। মামলাটির তদন্ত চলছে। এছাড়া অগ্রহী হোল্ডিং গ্রুপের কাছ থেকে ৩৭ লাখ টাকা নিয়ে নিম অর্গানিক লিমিটেডের শেয়ার হস্তান্তর না করার অভিযোগে রাজধানীর রমনা থানায় ওমর ফারুক চৌধুরীর ৪২০/৪০৬ ধারায় দায়ের করা মামলা (মামলা নং-১২, তাং-০৫/০৮/২০১৭), ইন্টারন্যাশনাল কনজ্যুমার প্রডাক্টস বাংলাদেশ লিমিটেডের বিধান কুমার দেবের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ও হত্যার হুমকির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সি.আর মামলা(মামলা নং-১৩৭/২০১৮), টাকা নিয়ে পণ্য সরবরাহের ডিলারশীপ না দিয়ে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী বাদল চন্দ্র মন্ডলের ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর মামলা (মামলা নং-২১৭/২০১৮) চলমান রয়েছে বলে জানা গেছে। 
  তদন্তকারী সূত্রে জানা যায়, আব্দুল হাকিম মন্ডলের বিরুদ্ধে আরো অনেক মামলাসহ রমনা ও শাহবাগ থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরীর তদন্ত চলছে। আব্দুল হাকিম মন্ডলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে তার প্রতিষ্ঠানের নির্ধারিত কিছু পণ্য বাজারজাত-বিপণন করার বিষয়ে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেও সে চুক্তি তিনি ভঙ্গ করেছেন। নির্ধারিত এসব পণ্য ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের বাইরে কারো কাছে বিক্রয়, বিপণন বা সরবরাহ করা যাবে না বলে চুক্তিতে উল্লেখ ছিল। এর বিপরীতে তিনি ক্রাউন টাচ এর কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা গ্রহণ করেছেন। টাকা গ্রহণের বিভিন্ন সময়ে তিনি পণ্য দেয়ার সিকিউরিটি হিসেবে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডকে মোট ২ কোটি ৭৮ লাখ টাকার চেক দিয়েছিলেন। এ পর্যন্ত তিনি পণ্য দিয়েছেন প্রায় ৫০ লাখ টাকার। 
  ক্রাউন টাচের একজন কর্মকর্তা জানান, পণ্য সরবরাহের নামে সাড়ে ৩ কোটি টাকা নিয়েও আব্দুল হাকিম মন্ডল তার নিম অর্গানিকের নির্ধারিত পণ্য সরবরাহ না করে প্রতারণার আশ্রয় নিয়ে এসব পণ্য অন্যত্র সরবরাহ করেছেন, যা চুক্তি অনুযায়ী অপরাধ। পণ্য না দেওয়া, টাকা ফেরত না দিয়ে তার সরবরাহ করা পণ্য বাজারজাত না করতেও তিনি হুমকি প্রদান করেছেন বলে জানান ক্রাউন টাচের এই কর্মকর্তা। তথ্য সূত্র ঃ আলোকিত বাংলাদেশ ও দৈনিক ইনকিলাব। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com