‘জেসিআই-ঢাকা ইয়াং’ এর উদ্যোগে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনকর্মীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আবুল হোসেন || ২০২০-০৬-২৭ ১৪:২৩:০৫

image

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ‘জেসিআই-ঢাকা ইয়াং’ নামের একটি সংগঠনের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীর ২৩০ জন যৌনকর্মীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২৭শে জুন দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন ইউপি সদস্য জলিল ফকিরের বাড়ীর প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
  এ সময় গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, সংগঠনের নির্বাহী পরিচালক নাজমুল হোসেন সবুজ, লিগ্যাল কাউন্সিলর সামিয়া রহমান, মানিকগঞ্জ জেলা যুব লীগের সদস্য সোহেলী রহমান, দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন ‘অসহায় নারী ঐক্য’র সভানেত্রী জুমুর বেগম, সহ-সভাপতি আলেয়া বেগম, সাধারণ সম্পাদক মনি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ লিটার করে তেল। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com