রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ আইডিয়াল গার্লস কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে নভেম্বর আইডিয়াল গার্লস কলেজের একাদশ শ্রেণির ছাত্রীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, মোঃ আমজাদ হোসেন, মোঃ মাহবুবুর রহমান, নূরই আলম সিদ্দিকী, শহিদুল ইসলাম, ফিরোজ আমিন ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি লিটন কুমার বিশ্বাস। ছাত্রীদের মধ্যে ২য় বর্ষের বিএম শাখার মাহমুদা আফরোজ কনাসহ একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক রতন উদ্দিন ও ইংরেজী বিভাগের প্রভাষক সাহানা আফরোজ।
কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, ১৯৯৯ সালে আইডিয়াল গার্লস কলেজ প্রতিষ্ঠার পর থেকে নারী শিক্ষা বিস্তারে কলেজটি ভূমিকা রেখে চলেছে। শিক্ষার মানোন্নয়নে এবং কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে কলেজ গভর্নিং বডি ও কলেজের শিক্ষকবৃন্দ নিরলসভাবে কাজ করছেন। আসন্ন এইচএসসি পরীক্ষার বিষয়ে পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনিদের্শনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে কলেজ গভর্ণিং বডির প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com