আজ ২৮শে নভেম্বর চলমান দশম ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপে রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ১৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কালুখালী উপজেলার ৭টি ইউপির মোট প্রার্থী ৩৫২ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৫২ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার মোট ভোটার ১ লক্ষ ২৬ হাজার ৯৯৮ জন। তার মধ্যে ৬৪ হাজার ৯৭০ জন পুরুষ ও ৬২ হাজার ২৮ জন মহিলা ভোটার। রতনদিয়া ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ৬৫১ জন। তার মধ্যে ১২ হাজার ১৩৯ জন পুরুষ ও ১১ হাজার ৫১২ জন মহিলা ভোটার। বোয়ালিয়া ইউনিয়নের মোট ভোটার ১৮ হাজার ২৭১ জন। তার মধ্যে ৯ হাজার ৩৪৭ জন পুরুষ ও ৮ হাজার ৯২৪ জন মহিলা ভোটার। মাজবাড়ী ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৪৬ জন। তার মধ্যে ৮ হাজার ১৭৬ জন পুরুষ ও ৭ হাজার ৮৭০ জন মহিলা ভোটার। মদাপুর ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৪৬৪ জন। তার মধ্যে ৭ হাজার ৮৪৭ জন পুরুষ ও ৭ হাজার ৬১৭ জন মহিলা ভোটার। মৃগী ইউনিয়নের মোট ভোটার ১৯ হাজার ৩০৩ জন। তার মধ্যে ১৯ হাজার ৭৯১ জন পুরুষ ও ৯ হাজার ৫১২ জন মহিলা ভোটার। সাওরাইল ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৭২০ জন। তার মধ্যে ১১ হাজার ২৮০ জন পুরুষ ও ১০ হাজার ৪৪০ জন মহিলা ভোটার।
বালিয়াকান্দি উপজেলা ঃ অপরদিকে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউপির মোট প্রার্থী ৩২৮ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২২৬ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন। তার মধ্যে ৮৬ হাজার ৪১৬ জন পুরুষ ও ৮৩ হাজার ১৬৮ জন মহিলা ভোটার। বালিয়াকান্দি সদর ইউনিয়নের মোট ভোটার ২৩ হাজার ৪৮ জন। তার মধ্যে ১১ হাজার ৫৫৯ জন পুরুষ ও ১১ হাজার ৪৮৯ জন মহিলা ভোটার। জামালপুর ইউনিয়নের মোট ভোটার ২৪ হাজার ৪৮১ জন। তার মধ্যে ১২ হাজার ৪৯২ জন পুরুষ ও ১১ হাজার ৯৮৯ জন মহিলা ভোটার। বহরপুর ইউনিয়নের মোট ভোটার ২৭ হাজার ৬০৫ জন। তার মধ্যে ১৪ হাজার ৫৭ জন পুরুষ ও ১৩ হাজার ৫৪৮ জন মহিলা ভোটার। ইসলামপুর ইউনিয়নের মোট ভোটার ২৫ হাজার ২১৮ জন। তার মধ্যে ১২ হাজার ৮৮১ জন পুরুষ ও ১২ হাজার ৩৩৭ জন মহিলা ভোটার। নবাবপুর ইউনিয়নের মোট ভোটার ৩১ হাজার ৪৯৭ জন। তার মধ্যে ১৬ হাজার ১৭২ জন পুরুষ ও ১৫ হাজার ৩২৫ জন মহিলা ভোটার। নারুয়া ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ১৪২ জন। তার মধ্যে ১০ হাজার ৮৪৩ জন পুরুষ ও ১০ হাজার ২৯৯ জন মহিলা ভোটার। জঙ্গল ইউনিয়নের মোট ভোটার ১৬ হাজার ৫৯৩ জন। তার মধ্যে ৮ হাজার ৪১২ জন পুরুষ ও ৮ হাজার ১৮১ জন মহিলা ভোটার।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com