রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউপির পাকালিয়া গ্রামে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গত ২৬শে নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান ও তার কর্মী-সমর্থকদের দায়ী করেছেন রেজাউল করিম। তিনি বলেন, এর আগেও খলিলুর রহমান ও তার কর্মী-সমর্থকরা আমার নির্বাচনী অফিস ভাংচুর ও ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করে। আমি বিষয়টি প্রশাসন ও নির্বাচন অফিসকে অবহিত করেছি।
অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, আমি ও আমার সমর্থকদের অগ্নিসংযোগ করার প্রশ্নই আসে না। আমার সমর্থকরা অত্যন্ত শান্তিপ্রিয়। আমিসহ আমার সমর্থকরা এ ঘটনার সাথে জড়িত না।
সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, ঘটনাটি এইমাত্রই শুনলাম। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম সহিংসতা সহ্য করা হবে না। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com