বালিয়াকান্দির দক্ষিণবাড়ীতে আবাসিক এলাকার ইট ভাটা বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয়নি

স্টাফ রিপোর্টার || ২০২১-১১-২৮ ১৪:২৩:৪৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামে অবৈধভাবে মেসার্স এন.এস.বি ব্রিকস নামক একটি ইট ভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। 
  এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা সৈয়দ বজলে আলীর দায়েরকৃত রীট পিটিশন মামলার প্রেক্ষিতে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ নিষেধাজ্ঞার আদেশ দিলেও স্থানীয় প্রশাসন কর্তৃক অদ্যাবধি তা কার্যকর হয়নি।   
  সৈয়দ বজলে আলীর অভিযোগ সূত্রে প্রকাশ, দক্ষিণবাড়ী গ্রামের প্রভাবশালী বিএনপি নেতা সৈয়দ নূর-ই-সামস্ নওরোজ মিয়ার ছেলে সৈয়দ নূর-ই-আকরাম(সেভান) গায়ের জোরে গ্রামের মধ্যে ইট ভাটাটি স্থাপন করেন। উক্ত ইট ভাটার ১০০ গজের মধ্যে দক্ষিণবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ইট ভাটার কালো ধোঁয়ার কারণে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রীরা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে। আশপাশে বসবাসকারী পরিবারগুলোর নানা সমস্যা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া ইট ভাটার আশপাশে তিন/চার ফসলী জমিতে একেবারের ফসল হচ্ছে না। এতে গ্রামের কৃষক পরিবারগুলো ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আশপাশের কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় ব্যবহার করার ফলে অন্য মালিকানাধীন জমিগুলো একটু বৃষ্টি হলেই ধসে পড়ে এবং একপর্যায়ে জমিগুলো উল্লেখিত প্রভাবশালী নেতা স্বল্প মূল্যে ক্রয় করে নেন। এ জন্য এলাকার আবাদী জায়গা-জমি রক্ষা করা কঠিন হয়ে উঠেছে। 
  অভিযোগে আরো উল্লেখ করা হয়, ভাটার মালিক সরকার নির্ধারিত ভ্যাট প্রদান না করে সরকারকে ফাঁকি দিয়ে ইট ভাটাটি পরিচালনা করে আসছে। ইট ভাটায় কয়লা ব্যবহার করার সরকারী নির্দেশ থাকলেও কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হচ্ছে। গ্রামের রাস্তাগুলো দিয়ে প্রতিনিয়ত ভাটার মাটি ও ইটবাহী গাড়ী চলাচল করার ফলে রাস্তা নির্মাণের কিছুদিনের মধ্যে তা ভেঙ্গে যায়। এতে স্থানীয় জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গ্রামটি নিঃশেষ হয়ে যাবে। ইট ভাটা নির্মাণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের অনুমতি/সনদ নেয়ার সরকারী নির্দেশনা থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না এবং সম্পূর্ণ অবৈধভাবে ইট ভাটাটি পরিচালনা করা হচ্ছে। 
  এ ব্যাপারে রীটকারী সৈয়দ বজলে আলী বলেন, অবৈধ ইট ভাটাটির কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ১০১০৩/২০২০ নং রীট পিটিশন মামলা দায়ের করি। গত ২৫শে অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ ইট ভাটাটি পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞার আদেশ দেন। এরপর গত ২৮শে অক্টোবর হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি রাজবাড়ীর জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে ইট ভাটাটি বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন করি। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও বালিয়াকান্দি থানার ওসি’র বরাবর প্রেরণ করি। কিন্তু অদ্যাবধি ইট ভাটাটির কার্যক্রম বন্ধের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বহাল তবিয়তে এখনো পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটাটি চলছে। এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
  গতকাল ২৮শে নভেম্বর বিকালে সরেজমিন এন.এস.বি ব্রিকস নামক ইট ভাটায় গিয়ে দেখা যায়, আইন লংঘন করে ভাটার চুল্লিতে কাঠ দিয়ে ইট পোড়নো হচ্ছে। এতে এলাকার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আইন ও হাইকোর্টের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে ইটভাটা চললেও প্রশাসন এ ব্যাপারে নীরব রয়েছে। তবে এই ইটভাটার প্রতিষ্ঠাতা দক্ষিণবাড়ী গ্রামের বিএনপি নেতা সৈয়দ নূর-ই-সামস্ নওরোজ মিয়া বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে। কাঠ দিয়ে ইট পোড়ানোর বিষয়ে তিনি বলেন, অধিকাংশ ভাটার চুল্লিতে আগুন দেওয়ার জন্য কাঠ প্রয়োজন হয়। শুধু কাঠ নয় আমারা ভাটায় কয়লাও এনেছি ইট পোড়ানোর জন্য।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com