বালিয়াকান্দির ৭টি ইউপি’র নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি ৪জন॥৩জন বিদ্রোহী বিজয়ী

তনু সিকদার সবুজ || ২০২১-১১-২৮ ১৪:২৪:৪০

image

তৃতীয় ধাপে গতকাল ২৮শে নভেম্বর অবাধ ও শান্তিপূর্ণভাবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনার পর রাতে রিটার্নিং অফিসারগণ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে নৌকা প্রতীকে ৪জন ও স্বতন্ত্র ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

  বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর বিশ্বাস। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৯ শত ৯৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নায়েব আলী শেখ নৌকা প্রতীকে পেয়েছেন ৪হাজার ৯৮৮ ভোট। অপর দুই প্রার্থী বিএনপি নেতা খোন্দকার মশিউল আযম চুন্নু ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭ শত ১০ টি ভোট ও কামরুজ্জামান মোটর সাইকেল প্রতীকে ১১৯ ভোট পেয়েছেন।

  বহরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ রেজাউল করিম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ১০ হাজার ৪ শত ২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোটর সাইকেল মোঃ খলিলুর রহমান খান পেয়েছেন ১০ হাজার ২৪০ ভোট।

  নবাবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোঃ বাদশা আলমগীর। আনারস প্রথীকে তিনি পেয়েছেন ৭ হাজার ২ শত ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫ শত ৬৫ ভোট, মোঃ রফিকুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে ৪ হাজার ৯ শত ৮৫ ভোট, মোঃ মতিয়ার রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬ শত ৪৫ ভোট,সালেহ মোঃ ওয়াজেদ আলী অটোরিক্সা প্রতীকে ১হাজার ২৬১ ভোট এবং মোঃ হাবিবুর রহমান চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৭ টি ভোট। 

  জামালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী একেএম ফরিদ হোসেন বাবু। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইউনুস আলী সরদার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩ শত ৭১ ভোট, মোঃ আয়নাল হক দেওয়ান(আনারস) ৭ শত ৭৭ ভোট ও আবুল কালাম মন্ডল(চশমা) প্রতীকে পেয়েছেন ৩৬টি ভোট।

  ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) আহম্মেদ আলী আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোঃ আব্দুল হান্নান মোল্লা(নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯ শত ৬৪ টি ভোট এবং অপর প্রার্থী টুটুল মোল্লা(লাঙ্গল) ৩ শত ৬৬ ভোট পেয়েছেন।

  নারুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোঃ জহুরুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩শত ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ ওহাব মন্ডল (মোটর সাইকেল) পেয়েছেন ৪ হাজার ৮ শত ১৮ ভোট, আবুল কালাম আজাদ(আনারস) ২ হাজার ৮ শত ৮১ ভোট, একেএম কবিরুজ্জামান(ঘোড়া) ১ হাজার ৭ শত ৬৯ ভোট এবং আতাউর রহমান(চশমা) ৩৪ ভোট পেয়েছেন।

  জঙ্গল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কল্লোল বসু নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫ শত ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৃপেন্দ্র নাথ বিশ্বাস(আনারস) পেয়েছেন ৪ হাজার ৯ শত ৫৯ ভোট এবং অপর প্রার্থী ইউসুফ বিশ্বাস(মোটর সাইকেল) পেয়েছেন ১৭৪ ভোট।

  নির্বাচন চলাকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে উল্লেখযোগ্য কোন গোলযোগের খবর পাওয়া যায়নি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com