পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের সহযোগিতায় রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকার ‘রাজবাড়ী ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৯শে নভেম্বর রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করার দায়ে ‘রাজবাড়ী ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর মালিক হামিদ মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com