মহামারী করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের অর্থনৈতিক ক্ষতের পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সদস্যরা।
করোনা পরিস্থিতিতে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে। আর সে কারণেই সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশের খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের হাতে উন্নত জাতের বীজসহ কৃষিসহায়তা প্রদানের নির্দেশ প্রদানকরেন। অভ্যন্তরীন কৃষিজ উৎপাদন অব্যাহত রাখতে অনেক জেলাতেই বাড়ী বাড়ী গিয়ে কৃষকদের উৎসাহিত করছেন সেনা সদস্যরা। এমনকি যারা মৌসুমী কৃষক তাদেরকেও কৃষি উৎপাদনে আগ্রহী করতে উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে কৃষি সহায়তায় বিভিন্ন উপকরণও প্রদান করছেন তারা।
এছাড়াও গণপরিবহন চলাচল মনিটরিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক প্রচারণা এবং মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করাসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে, আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলী বেড়ীবাঁধ মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া, সাধারণ মানুষের ঘরবাড়ী মেরামত ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com