গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী ও সংলগ্ন এলাকার সহস্রাধিক শিশুর মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
স্থানীয় এনজিও কেকেএসের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় গতকাল ২৯শে নভেম্বর দুপুরে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন কেকেএস শিশু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকরণগুলো বিতরণ করা হয়।
কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অন্যান্য অতিথিদের মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা ও সেভ দ্যা চিলড্রেনের ম্যানেজার (এসডিসি) রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিতরণকৃত শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণগুলোর মধ্যে ছিল স্কুল ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল, ছাতা, বালতি, মগ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ডিটারজেন্ট পাউডার প্রভৃতি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com