রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হান্নান মোল্লার ভরাডুবি হয়েছে।
একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন সহোদর মোঃ আব্দুর রউফ মোল্লাও।
জানা গেছে, গত ২৮শে নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল হান্নান মোল্লা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নিকটতম প্রতিদ্বন্দ্বী দলীয় বিদ্রোহী প্রার্থী আহমদ আলীর কাছে ৪হাজার ৩৬৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। আব্দুল হান্নান মোল্লা নৌকা প্রতীকে ৬ হাজার ৯৬৪ ভোট এবং আহমদ আলী আনারস প্রতীকে ১১ হাজার ৩২৮ ভোট পান। এছাড়া জাতীয় পার্টির মনোনীত টুটুল মোল্লা লাঙ্গল প্রতীকে ৩৬৬ ভোট পান।
এ ব্যাপারে দলীয় নেতাকর্মীরা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা জেলা পরিষদের সদস্য। তার ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হওয়া ঠিক হয়নি। উপজেলাতে তিনি জনপ্রিয় ব্যক্তি না হয়েও গুরুত্বপূর্ণ ২টি পদে থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া নিজ ইউনিয়নের একটি ওয়ার্ডের সদস্য পদে আপন ভাই আব্দুর রউফ মোল্লাকে দাঁড় করানোয় ক্ষোভ আরো বৃদ্ধি পায়। এছাড়া নিজে প্রার্থী হওয়ায় আব্দুর রউফ মোল্লা চেয়ারম্যান পদে ভাইয়ের নির্বাচনে ভূমিকা রাখতে পারেননি।
এ বিষয়ে আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে। বিগত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আমাকে হারানো হয়েছে।’
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মানুষ আমাদের ভোট দেয়নি-তাই হেরে গেছি। হারের জন্য আন্তঃ কোন্দল কাজ করেছে।’
বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, ‘লোভে পাপ, পাপে মৃত্যু’-কথাটি তার ক্ষেত্রে ঘটেছে। তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন। সেখানেই ভালো ছিলেন। তাকে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেন নাই। সব একার দরকার হলে মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয়। তাই তিনি হেরেছেন।’
অপরদিকে, আব্দুল হান্নান মোল্লার ভাই আব্দুর রউফ মোল্লা একই ইউনিয়নের(ইসলামপুর) ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তিনি তালা প্রতীকে ৪৬৯ ভোট পান। বিজয়ী মোহন রায়হান মোরগ প্রতীকে পান ৬৩৮ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১৬৯টি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com