রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ বাজার রোডের মার্সেল শোরুমের আয়োজনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামেদ মৃধার হাটে ২দিনব্যাপী কিস্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩০শে নভেম্বর বেলা ১১টায় এই কিস্তি মেলার উদ্বোধন করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন। এ সময় মার্সেল শোরুম ঐশী এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন প্রিন্স, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলেপ মৃধা, রাহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঐশী এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন প্রিন্স জানান, গতানুগতিক সেবার বাইরে প্রান্তিক পর্যায়ের মানুষকে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্যান্ড মার্সেলের পণ্য ব্যবহারের সহজ সুযোগ করে দিতে এই কিস্তি মেলার আয়োজন করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com