রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস-২০২১ পালনে গতকাল ১লা ডিসেম্বর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
সভায় পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, পাংশা হাসপাতালের আরএমও ডাঃ তরুন কুমার পাল, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী হেকমত আলী, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম ফারুক, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, বাঁশআরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাংশা উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি লুবনা মোরশেদ, মাগুড়াডাঙ্গী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপজান নেছাসহ উপজেলাা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com