মুক্তিযোদ্ধা দিবসে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার || ২০২১-১২-০১ ১৩:২৮:০২

image

মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে গতকাল ১লা ডিসেম্বর রাজবাড়ী জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে র‌্যালী-সমাবেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধা করেছে বীর মুক্তিযোদ্ধারা।

  দিবসটি উপলক্ষে গতকাল ১লা ডিসেম্বর সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে একদল মুক্তিযোদ্ধা রাজবাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে র‌্যালী করে জেলা প্রশাসকের কার্যালয়ের নচত্বরে পথ সমাবেশের পর একই স্থানে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।    

  পথ সমাবেশে রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেন মন্টু এবং বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী বক্তব্য রাখেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, এম.এম সেলিম, শাহাজান মৃধা, মজনু খানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

  বক্তাগণ ১লা ডিসেম্বরকে সরকারভাবী মুক্তিযোদ্ধা দিবস ঘোষণাসহ বিভিন্ন দাবী-দাওয়া জানান। এছাড়াও বক্তাগণ বঙ্গবন্ধুর ভাষ্কর্য চত্ত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ ভাষ্কর্য চত্বরে প্রবেশের গেট নিয়মিত খোলা রাখার ব্যাপারে জেলা প্রশাসকের কাছে দাবী জানান।

  পথ সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com