রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৩রা ডিসেম্বর বিকেলে সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাংবাদিক শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক রোকনুজ্জামান খান(দাদাভাই)’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, কবি মোল্লা মাজেদ, এবাদত আলী শেখ, সন্ধ্যা রানী কুন্ডু, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক, শিশু সাহিত্যিক ও শিশু সংগঠক রোকনুজ্জামান খান(দাদাভাই), পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য গবেষক অধ্যাপক আবুল হোসেন মল্লিক ও মুক্তকলম সাহিত্য পরিষদের সাবেক সভাপতি কবি আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দার।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com