গোয়ালন্দ উদ্ধার হওয়া ৪টি গরু পালন করছে পুলিশ

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২১-১২-০৪ ১৩:৩৩:৫৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের উদ্ধার করা মালিক বিহীন ৪টি গরু পুলিশকেই লালন-পালন করতে হচ্ছে। গত ৪দিন ধরে গরুগুলো থানায় রয়েছে। 

  জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১লা ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকা থেকে ৪টি চোরাই গরুসহ ওই এলাকার মৃত সালাম শেখের ২ ছেলে জামাল শেখ (৩০) ও হারুন শেখ (২৫)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তারপর থেকে গরু ৪টি থানায়ই রয়েছে। 

  সরেজমিনে গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে গোয়ালন্দ ঘাট থানায় গিয়ে দেখা যায়, নুরুজ্জামান মিয়া নামে একজন পুলিশ কনস্টেবল গ্যারেজ থেকে গরুগুলো বাইরে আনছে। পুলিশের আরেক সদস্য রকিবুল ইসলাম গরুর খাবার প্রস্তুত করছে। বের করার পর গরুগুলোকে খড় ও ভূষি খাওয়ানো হয়। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, আমরা গরুগুলোকে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে চাই। সেই তৎপরতা অব্যাহত রয়েছে। যেহেতু গরুগুলো জব্দ করা রয়েছে, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা ছাড়া আমরা কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। এ জন্য আদালতে গরুগুলোর ব্যাপারে নির্দেশনা চাওয়া হবে। 

  পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গরুগুলোকে সুস্থ ও স্বাভাবিকভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ কাজ করছে। গরুগুলো উদ্ধারের মাধ্যমে পুলিশ যে জনগণের অতন্দ্র প্রহরী সেটি প্রমাণ করেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com