বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলের উদ্বোধনী খেলায় রাজবাড়ী জেলা জয়ী

চঞ্চল সরদার || ২০২১-১২-০৬ ১৩:১৮:১১

image

রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে গতকাল ৬ই ডিসেম্বর বিকালে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। 
  রাজবাড়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উদ্বোধনের পর রাজবাড়ী ও শরীয়তপুর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় রাজবাড়ী জেলা দল ১-০ গোলে শরীয়তপুর জেলা দলকে পরাজিত করে।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com