পঞ্চম ধাপে আগামী ৫ই জানুয়ারী-২০২২ তারিখে অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে গত ২৯শে নভেম্বর থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সাধারণ আসনের মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
গতকাল সোমবার ৬ই ডিসেম্বর পর্যন্ত ১০টি ইউপিতে মোট ৫১৬ জন চেয়ারম্যান-মেম্বার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জানা যায়, বাহাদুরপুর ইউপির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৩জন চেয়ারম্যান প্রার্থী, ১৪ জন সংরক্ষিত আসনের মেম্বার ও ৩৭ জন সাধারণ আসনের মেম্বার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হাবাসপুর ইউপিতে চেয়ারম্যান পদে ২জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১২ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৪৩ জন, যশাই ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১০ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৪৩ জন, মাছপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ১জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ৫জন ও সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে ২২ জন, কলিমহর ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১৩ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৩৫ জন, কসবামাজাইল ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১১ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৩২ জন, বাবুপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১০ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৪১ জন, সরিষা ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১১ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৪৩ জন, পাট্টা ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১০ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৩৩ জন, মৌরাট ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনের মেম্বার পদে ১০ জন ও সাধারণ আসনের মেম্বার পদে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৯ই ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন। পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম এ তথ্য নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে শেষ দিন পর্যন্ত আরও বেশ কিছু সংখ্যক চেয়ারম্যান-মেম্বার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করবেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কোনো ইউনিয়নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। মাছপাড়া ইউপিতে জাসদের ১জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন বলে জানা গেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com