বালিয়াকান্দির নারুয়ায় প্রতিপক্ষ কর্তৃক ১ব্যক্তিকে কুপিয়ে জখম

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২১-১২-০৭ ১৩:১১:৩৪

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মদনডাঙ্গী পাড়া গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে গত সোমবার বিকালে সাবু নামের একজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

  উপজেলা নারুয়া মদনডাঙ্গী পাড়া গ্রামের সমশের মোল্লার ছেলে সাবু মোল্লা জানান, নারুয়া মদনডাঙ্গী মাঠের বৃষ্টির পানি বের করার জন্য তার নিজ বাড়ীর উপর থেকে মাটি কর্তন কালে তিনি বাঁধা দিলে প্রতিপক্ষ একই গ্রামের উজ্জল মোল্লা(৪০) ও হকাই খাঁন সহ অজ্ঞাত ব্যাক্তিরা তাকে ধারালো কোদাল ও দা দিয়ে কুপিয়ে আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

  এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com