ঘূর্ণিঝড় জাওয়াদ আমাগোর পেঁয়াজ, সরিষা, টমেটোসহ বিভিন্ন ক্ষ্যাত নষ্ট কইরা গেইছে। ফসলের ক্ষ্যাতে এখন হাঁটু পানি জইমা আছে।
গতকাল ৭ই ডিসেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর কাওয়ালজানি গ্রামে গেলে এভাবেই আক্ষেপ করেন কৃষক আইনদ্দিন।
তিনি আরো বলেন, পেঁয়াজ, রসুন, সরিষা ক্ষ্যাতের মধ্যে পানি জইমা আটকে আছে। টমেটো ক্ষ্যাত উল্টা পইরা আছে। ক্ষ্যাতের বেইগুন সব গাছ থেকে তুইলা আনছি। এখন কম দামে বাজারে বেচতে অইবো।
একই এলাকার কৃষক তরিকুল বলেন, তিনি ৩০ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেছিলেন। কিন্তু আগাম বর্ষণে তার সব জমির ধান তলিয়ে গেছে। এতে তাকে লোকসান গুণতে হবে।
শহীদ খাঁ নামে আরেক কৃষক বলেন, ৩ বিঘা জমিতে সরিষা ও ২ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করা করেছিলেন। টানা বৃষ্টির কারণে সব ফসলের ক্ষেতে পানি ঢুকে গেছে। এতে সব ফসল নষ্ট হওয়ার আশংকা রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com