গোয়ালন্দে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় আটক-১

মইনুল হক মৃধা || ২০২১-১২-০৭ ১৩:১৭:১৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় ধাওয়া করে রাসেল শেখ(৩৫) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

  গতকাল ৭ই ডিসেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটক চোর রাসেল শেখ ফরিদপুরের কোতয়ালী থানাধীন আলীপুর গ্রামের সামছু শেখের ছেলে। 

  জানা গেছে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন মন্ডল প্রতিদিনের মতো অফিসের বারান্দায় কালো রঙের ডিসকভার মোটর সাইকেলটি(রাজবাড়ী-হ-১২-৪৩৮৭) রেখে দাপ্তরিক কাজ করছিলেন। এ সুযোগে রাসেল শেখ ও তার সঙ্গী একই এলাকার ইমরাজ মোটর সাইকেলটির তালা ভেঙ্গে চালিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় মিলন মন্ডল টের পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করতে থাকে। কৃষি অফিসের প্রায় ১০০ গজ দূরে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে বিআইডব্লিউটিসির ওজন স্কেলের কাছে প্রতিরোধ পেয়ে তারা মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন রাসেল শেখকে আটক করা হয়। আরেকজন পালিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

  গোয়ালন্দ ঘাট থানার এসআই দেওয়ান শামীম জানান, রাসেলকে জনগণ ধাওয়া করে আটক করেছে। এ সময় তার সহযোগী ইমরাজ পালিয়ে যায়। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com