রাজবাড়ীর ১ লক্ষ ৩২ হাজার ৪১০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার || ২০২১-১২-০৮ ১৩:৫২:১৭

image

আগামী ১১ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাজবাড়ী জেলায় ১ লক্ষ ৩২ হাজার ৪১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 
  এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৩০ জন শিশুকে ১ লক্ষ ইইউ (ইন্টারন্যাশনাল ইউনিট) ক্ষমতা সম্পন্ন ১টি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ১৬ হাজার ৩৮০ জন শিশুকে ২ লক্ষ ইইউ ক্ষমতা সম্পন্ন ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 
  গতকাল ৮ই ডিসেম্বর বেলা ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।  
  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে কর্মশালায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ নুজহাত সুলতানা। সভায় জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মুহম্মদ কামাল হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন। এ সময় জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
  কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের জন্য খুবই প্রয়োজনীয়। এর ঘাটতি হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, রক্ত স্বল্পতা, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, সংক্রামক রোগে আক্রান্ত হওয়াসহ বিভিন্ন সমস্যা হয়। ভিটামিন ‘এ’ মানবদেহে উৎপন্ন হয় না। খাদ্য বা সম্পূরক মাধ্যমে গ্রহণ করতে হয়। যেহেতু এটা জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা তাই সম্পূরক হিসেবে বছরে ২বার শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়। তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 
  করোনার টিকা সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন আরও বলেন, ১২ বছর থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। জেলায় এ বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ লাখ। এর পাশাপাশি ১১ হাজারের মতো ইন্টারমিডিয়েট(উচ্চ মাধ্যমিক) পরীক্ষার্থী রয়েছে। এদেরকে ফাইজারের টিকা দেয়ার পর সাধারণ মানুষকেও ফাইজারের টিকা দেয়া হবে। এছাড়া রাজবাড়ী জেলা কারাগারে ৬শ’র মতো বন্দী রয়েছে। তাদেরকেও পর্যায়ক্রমে টিকা দেয়া হবে। 
  উল্লেখ্য, ৪দিনব্যাপী ক্যাম্পেইনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে রাজবাড়ী জেলার মোট ১ হাজার ৬৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কেন্দ্রগুলোতে ২হাজার ১৩২জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com