‘বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে স্থানীয় এনজিও মুক্তি মহিলা সমিতির আলো প্রোগ্রামের আয়োজনে গতকাল ১২ই ডিসেম্বর সকালে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে ও আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর উর্মি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউপির সদস্য চম্পা বেগম, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর নুরুজ্জামান, পায়াক্ট এর দৌলতদিয়া শাখার ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল, আলো প্রোগ্রামের কো-অর্ডিনেটর আঁখি আক্তার, চাইল্ড ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন বেপারী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা বিরাজমান। কোভিড মহামারী আমাদের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করছে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক-এটাই হোক সকলের প্রত্যয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com