ওয়ার্কার্স পার্টির উদ্যোগে পাংশায় কমরেড কাইয়ুম খানের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত

মোক্তার হোসেন || ২০২১-১২-১৩ ১৩:১৩:০৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সম্পাদক কমরেড কাইয়ুম খানের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। 

  গত ৯ই ডিসেম্বর উপজেলার হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামে এ উপলক্ষে প্রয়াত কমরেড কাইয়ুম খানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টি এ কর্মসূচির আয়োজন করে।

  অনুষ্ঠানে পাংশা উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড শাহাদত হোসেন সভাপতিত্ব করেন। প্রয়াত কমরেড কাইয়ুম খানের পারিবারিক লোকজন, ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com