সাংবাদিকতায় অবদানের জন্য অ্যাওয়ার্ড পেলেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিক

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২১-১২-১৪ ১৩:৪২:০১

image

সাংবাদিকতায় অবদানের জন্য ‘হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিয়ার রহমান মোল্লা আতিক। 

   গত ১১ই ডিসেম্বর বিকালে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষ্যে ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আর.কে রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী এবং বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুর হারুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে ২০ জনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com