অসহায় বিলকিস বেগমকে বাঁচাতে সাহায্যের আবেদন

আসাদুজ্জামান নুর || ২০২১-১২-১৪ ১৩:৪২:২৪

image

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খলিল খন্দকারের মেয়ে অসহায় ভাগ্য বিড়ম্বিত বিলকিস বেগম (৪০)।

   ডায়াবেটিসের কারণে তার ২টি কিডনীই ড্যামেজ (নষ্ট) হয়ে গেছে। অনেক দিন ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু চিকিৎসার খরচ না মেটাতে পেরে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিপূর্বে ঢাকায় চিকিৎসা বাবদ প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা খরচ মেটাতে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। গোবিন্দপুর গ্রামের গ্রামের মেয়ে বিলকিস বেগমের বিয়ে হয়েছে মানিকগঞ্জ জেলায়। স্বামীর পরিবারও খুব গরীব। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।  

   বিলকিস বেগমের ভাই জানান, তার বোন অনেক দিন ধরে অসুস্থ। ডায়াবেটিসের কারণে তার ২টি কিডনীই নষ্ট হয়ে গেছে। ঢাকায় চিকিৎসা বাবদ প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। এর আগে কেটে গিয়ে তার পায়ে ঘা তৈরী হয়। তখন তার চিকিৎসা বাবদ আরো ৬০-৭০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে টাকার অভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার তাকে আবার ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর কথা বলছে। কিন্তু সেই আর্থিক সামর্থ্য তাদের নেই। এ জন্য সমাজের বিত্তবানসহ সবার প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছি। 

সাহায্য পাঠানোর ঠিকানা ঃ বিকাশ নম্বর নম্বর-০১৭৮২ ৯৩৪১১৯ ও নগদ নম্বর-০১৬১১০৪৮৬৫৬।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com