দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া একটি রিটা মাছ বিক্রি হলো সাড়ে ১০ হাজার টাকায়

আবুল হোসেন || ২০২০-০৬-৩০ ১৪:৫৩:১৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে মাঝে-মধ্যেই জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। 
  এর ধারাবাহিকতায় গতকাল ৩০শে জুন ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরী ঘাটের ছাত্তার মেম্বারের পাড়া এলাকায় গোপাল হালদার নামে এক জেলের জালে ধরা পড়ে দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় ৪ কেজি ২শত গ্রাম ওজনের একটি রিটা মাছ। সকালে দৌলতদিয়া বাজারের কেছমত মোল্লার মাছের আড়তে মাছটি নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২৫শত টাকা কেজি দরে ১০ হাজার ৫শত টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে  ঝিনাইদহের এক পেট্রল পাম্প মালিকের কাছে ২৭শত টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দেন। 
  এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, মিঠা পানির সুস্বাদু ৪ কেজির বেশী ওজনের এতো বড় রিটা মাছ আগে কখনো দেখিনি। দেশীয় প্রজাতির এই মাছগুলো হারিয়ে যাচ্ছে। পদ্মা নদীতে অভয়াশ্রম করা গেলে আগামী প্রজন্মের জন্য মাছগুলো ধরে রাখা যেত।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com