যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে গতকাল ১৬ই ডিসেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দিবসটি উদযাপনে গোয়ালন্দ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা ইত্যাদি।
সকালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শপথবাক্য পাঠ করান। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ছোট ছোট জাতীয় পতাকা হাতে রাজনৈতিক নেতাকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com