রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবীতে রাজবাড়ীতে গতকাল ৩০শে জুন সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ট্রেড সংঘ, রাজবাড়ী জেলা শাখা। মানববন্ধন চলাকালে সংগঠনের নেতা রবিউল আলম মিনু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাচ্চু মিত্র, ঝন্টু রহমান, নূরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সরকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলসহ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং তাদের খাদ্য, চিকিৎসা ও রেশনের দাবী জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com