রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

আসাদুজ্জামান নুর || ২০২১-১২-১৮ ১৩:৫৪:০২

image

বিজয়ের ৫০ বছর পূর্তি ও রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে গতকাল ১৮ই ডিসেম্বর সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

  রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘রাজবাড়ী মুক্ত দিবস উদযাপন পর্ষদ’। 
  সাংস্কৃতিক কর্মী ফকীর জাহিদুল ইসলাম রুমনের সভাপতিত্বে এবং সালমা পারভীন ও রঞ্জিত সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, মুনিরুল হক মুনির, আসাদুজ্জামান চৌধুরী বাবলা ও নাসিম শফি প্রমুখ বক্তব্য রাখেন।
  আলোচনা সভার শেষে সাংস্কৃতিক সংগঠন বৈচিত্র্য, দিব্য নৃত্যকলা একাডেমী, অরণি সাংস্কৃতিক সংসদ, লালন বাউল সঙ্গীত একাডেমী, মঙ্গলনাট, কৃষ্টি বন্ধন, আপন শিল্পী গোষ্ঠী, মৈত্রী থিয়েটার গ্রুপ, স্বপ্নচূড়া, আব্দুল জব্বার সাংস্কৃতিক একাডেমী, প্রিয়তমাষু আবৃত্তি নিকেতন, সাংস্কৃতিক সংঘ, নিপীড়ন ও নির্যাতন বিরোধী আন্দোলন এবং রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com