রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বার কাউন্সিলের এনরোলমেন্ট(এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীরা। গতকাল ৩০শে জুন বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী এডঃ সফিকুল হোসেন সফিক, শিক্ষানবীশ আইনজীবী পরিষদ, রাজবাড়ীর আহ্বায়ক শাফিউল রেজা তপন ও যুগ্ম-আহ্বায়ক এম.এম শাহারিয়ার জামান রাজীব প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বার কাউন্সিলের এনরোলমেন্ট(এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আইনজীবী সনদ প্রাপ্তিতে দীর্ঘ বিলম্ব হওয়ায় দুর্ভোগের চিত্র তুলে ধরে করোনাকালীন পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী সনদ পাওয়ার ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com