রাজবাড়ীর পাংশায় কলিমহরে দুর্বৃৃত্তদের গুলিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী গুলিবিদ্ধ

মোক্তার হোসেন || ২০২১-১২-১৯ ১৬:১২:০৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির নাচনা-মুরাদপুর গ্রামে গত ১৮ই ডিসেম্বর দিনগত গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আক্তার হোসেন(৩৮) নামের এক ব্যক্তি আহত হয়েছে।

  আক্তার হোসেন আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য কলিমহর ইউপির নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের কর্মী এবং তার আপন ফুফাতো ভাই। আক্তার হোসেন পেশায় একজন সার ব্যবসায়ী। তার পিতার নাম মোতালেব বিশ্বাস। মাছপাড়া বাসস্ট্যান্ড বাজারে আক্তার হোসেনের সারের দোকান আছে।

  জানা যায়, গত শনিবার রাতে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাকের নির্বাচনী গণসংযোগে অন্যান্যদের সাথে আক্তার হোসেনও ছিল। নির্বাচনী গণসংযোগ শেষে আক্তার হোসেন নিজ বাড়িতে ফিরে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে আক্তার হোসেনের নাম ধরে ডাকাডাকি করে। দুর্বৃত্তরা ঘুম থেকে ডেকে তুলে ওই বাড়িতেই আক্তার হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আক্তার হোসেনের বাম পায়ের আঙুল ক্ষত হয়। এ সময় তার শোর চিৎকারে বাড়ির লোকজন জেগে ওঠে এবং দুর্বৃত্তদের কবল থেকে উদ্ধার করতে গেলে আক্তার হোসেনের সহোদর ছোট ভাই নজরুল ইসলাম (৩০)কে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আহত আক্তার হোসেন ও তার ভাই নজরুল ইসলাম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  গতকাল ১৯শে ডিসেম্বর দুপুরে এ ব্যাপারে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গত শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে আক্তার হোসেন নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার মোটিভ উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  এ ব্যাপারে কলিমহর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ আক্তার হোসেন আমার আপন ফুফাতো ভাই এবং আমার নির্বাচনী কর্মী। গত শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত সময় আক্তার হোসেন নির্বাচনী গণসংযোগে আমার সাথে ছিল। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে মুখোশ পরিহিত দুর্বৃত্তদল ঘুম থেকে ডেকে তুলে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে। 

  তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

  ঘটনার পর থেকে গুলিবিদ্ধ আক্তার হোসেন ও তার পরিবারের লোকজন আতংকের মধ্যে রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com