রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ এর প্রস্তুতি সভা গতকাল ২১শে ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন। সভায় মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুইদিন ব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com