রাজবাড়ীর নাট্য সংগঠন ‘স্বদেশ নাট্যাঙ্গন’-এর উদ্যোগে গতকাল ৯ই মে ‘১০০ হতে ১০০ ঘন্টা’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী শহরের প্রধান সড়ক ও সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনে জীবাণুনাশক স্প্রে এবং ড্রাইভারদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ানোর কর্মসূচী পালন করা হয়। এ সময় স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা আজিজুল হক, সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার, দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের সভাপতি তপন কুমার দে, রাজবাড়ী সরকারী কলেজ থিয়েটারের আহ্বায়ক আঃ সালাম মন্ডল, উচ্ছাস কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com